Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাফল্যের গল্প
ডাউনলোড

 মিসেস আয়শা বেগম, স্বামী: মো। আজিম মোল্লা, গ্রাম: জননদনপুর, ইউনিয়ন: দিঘা, উপজেলা: মোহম্মদপুর। তিনি জনার্দনপুর ছাগল পালনকারী সি আইজি সদস্য। যখন তিনি NATP-2 এর আওতায় প্রায় 8 মাস আগে প্রশিক্ষিত হয়েছিলেন তখন উনার ২ টি মাত্র ছাগল ছিল। যদিও তিনি ২বছরেরও বেশি সময় ধরে ছাগলের খামার চালান কিন্তু জ্ঞান অভাবে অনেক বার তিনি ক্ষতিগ্রস্ত হন। কিছু সময় ছাগল ভুল চিকিৎসার ও অব্যবস্থাপনায় মারা যায়। কিছু সময় পুষ্টির অভাবের কারণে ছাগল সঠিক সময়ে  বাচ্চাদের জন্ম দেয় না। প্রশিক্ষণ শেষে তিনি এই সব সমস্যার সমাধান করার উপায় পেয়েছেন। তিনি সব ব্যবস্থাপনা সিস্টেম উন্নতকরে  যথোপযুক্ত খাওয়ানো এবং হাউজিং, টিকা, নিয়মিত কৃমিনাশক খাওনোর মাধ্যমে দৃশ্যকল্প পরিবর্তিত করেছেন। তিনি ৫ টি প্রাপ্তবয়স্ক ছাগল ও ৫ টি বাচ্চা ছাগলের  মালিকা। গত ২ মাসে তিনি তিনটি খাসি ছাগলবিক্রি করেন এবং ২ টি ছাগল তার মেয়েকে ধার দেন । দুর্ভাগ্যবশত গত সপ্তাহে তার ছাগল এর ঘর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সে একই বাড়ীতে তার পশুর সাথে বসবাস করছে। তার দিনমজুর  স্বামীর জন্য ঘর পুনর্গঠন করা একটি কঠিন কাজ। এই পরিস্থিতিতে, NATP-2 প্রকল্পের পক্ষে তিনি একটি প্রদর্শনীর প্রাপ্ত হয়েছেন। আমরা উনার আরও অগ্রগতি এবং ভবিষ্যতের সফলতা কামনা করি।