Details
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহম্মদপুর ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাগুরার মধ্যে গত ১২ জুন ২০১৮ সালে ১৮-১৯ অর্থ বছরের এ পি এ চুক্তি স্বাক্ষরিত হয়।
২০১৮- ১৯ অর্থ বছরে সম্ভাব্য অর্জনঃ
• গবাদিপশুর উৎপাদনশীলতার বৃদ্ধির মাধ্যমে দুধ, মাংস এবং ডিমের উৎপাদন যথাক্রমে ০.১০ লক্ষ মেট্রিক টন, ০.১৬ লক্ষ মেট্রিক টন এবং ৩.৪০ কোটিতে উন্নীত করা;
• রোগ প্রতিরোধে ৫.৫৬৭৭৬ লক্ষ গবাদিপশু, হাঁস মুরগী কে টিকা প্রদান;
• প্রায় ২৯০২৬ হাজার রোগাক্রান্ত গবাদিপশু ও ৭৩৫৫০ হাজার হাঁস-মুরগির চিকিৎসা প্রদান;
• গবাদিপশু-পাখি পালনে সক্ষমতা বৃদ্ধিতে ৪০ টি উঠান বৈঠক পরিচালনা করা; ২৭৬ জন কে প্রশিক্ষন প্রদান।
• নিরাপদ প্রাণিজাত পণ্য উৎপাদন, আমদানী ও রপ্তানি বৃদ্ধিতে সহায়তার জন্য ১ টি মোবাইল কোর্ট, ৩ টি হাঁস মুরগীর খামার রেজিঃ+ নবায়ন , ৫১০ টি খামার/ফিডমিল/ হ্যাচারী পরিদর্শন ।